কেশবপুর নিউজ ডেস্ক ॥
কেশবপুরে আব্দুল্লাহ আল মামুন নামে এক ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে পৌর এলাকার সরফাবাদ মাঠের একটি কচুক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসি জানায়, উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়নের হিজলডাঙ্গা গ্রামের সোহরাব হোসেন মোড়লের বড় ছেলে আব্দুল্লাহ আল মামুন মঙ্গলবার সকালে তার নতুন পালসার মোটর সাইকেলে কেশবপুর আসেন। রাত ৯টার দিকে মঙ্গলকোট বাজার থেকে বাড়ি ফেরার পতিমধ্যে দূর্বৃত্তরা তাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে মোটর সাইকেলটি নিয়ে গেছে। দূর্বৃত্তরা তার লাশ এলাকা থেকে ৪-৫ কিলোমিটার দূরে পৌর এলাকার সরফাবাদ মাঠের একটি কচুক্ষেতে লুকিয়ে রেখে যায়। সকালে ক্ষেতের কৃষকরা তার লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়।
নিহতের মা ছবুরোন নেছা জানান, তার ছেলের দুইটি ট্রাক রয়েছে। যা দেখাশুনা করার জন্য প্রতিদিন বাড়ি থেকে বের হয়। এলাকায় একটি মাছের ঘের নিতে তার কাছে আড়াই লাখ টাকা ছিল। তাকে পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে।
থানার তদন্ত ওসি শাহজাহান আহম্মেদ বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।